এখনও অন্ধকারে সিলেট, দ্রুত বিদ্যুৎ চালুতে তৎপরতা অব্যহত

সিলেটের কুমারগাওঁয়ে গ্রিড লাইনে আগুন লেগে বিচ্ছিন্ন হয়ে যাওয়া বিদ্যুৎ সংযোগ এখনও চালু হয়নি। যার ফলে অন্ধকারে আচ্ছন্ন হয়ে আছে আশেপাশের এলাকাগুলো। মঙ্গলবার সকাল ১১টা থেকে বিচ্ছিন্ন বিদ্যুৎ চালু করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে সংশ্লিষ্টরা।

বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা যায়, বিদ্যুৎ বিচ্ছিন্ন এলাকাগুলোতে ২৪ ঘন্টার মাঝে সংযোগ ফিরিয়ে দিতে চেষ্টা করা হচ্ছে। তবে একসঙ্গে সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হয়তো সম্ভব হবে না। তবে দুইদিনের মধ্যে ক্ষতিগ্রস্ত সকল এলাকায় বিদ্যুৎ সরবরাহ করার চেষ্টা করা হবে

এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে সিলেটের কুমারগাঁওয়ে অবস্থিত জাতীয় গ্রিড লাইনের দুটি ট্রান্সমিটারে আগুন লেগে যায়। ফায়ার ব্রিগেডের ৫টি ইউনিট প্রায় দেড়ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর