সিনেমা হলে বসে দেখতে পারবেন বিশ্বকাপের ম্যাচ

পাড়ার বিভিন্ন ধরনের দোকানে বসে বন্ধু-বান্ধব মিলে খেলা দেখার মজা-ই আলাদা।যে টা আপনি বাসায় বসে উপভোগ করতে পারবেন না।যদি আপনার সামনে সুযোগ আসে সিনেমা হলে বসে খেলা দেখার, তাহলে কেমন হবে? হয়ত ভাবছেন, সিনেমা হলে গিয়ে আবার ক্রিকেট ম্যাচ! হ্যাঁ, এবার সেরকম সুযোগ পাবেন। তবে আপনি না।

ভারত এমন আয়োজন করতে যাচ্ছে।তাও সবখানে না।শুধু মাত্র কলকাতার ক্রিকেটপ্রেমীরা এমন সুযোগ পেতে যাচ্ছেন। বৃহস্পতিবার (৩০ মে) থেকে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে শুরু হবে বিশ্বকাপ। তার আগে আইনক্স লেজার লিমিটেড-এর পক্ষ থেকে কলকাতার ক্রিকেটপ্রেমীদের জন্য দারুণ উদ্যোগ নেওয়া হচ্ছে। সিনেমা হলের জায়ান্ট স্ক্রিনে বসে লাইভ খেলা দেখার অভিজ্ঞতা পাবেন দর্শকরা।

৩০ মে থেকে ১৪ জুলাই পর্যন্ত চলবে বিশ্বকাপ। এর মাঝে বিশ্বকাপের ৯টি ম্যাচ আইনক্সের সিনেমা হলে বসে জায়ান্ট স্ক্রিনে লাইভ দেখার সুযোগ থাকবে। ভারতের মোট ৯টি ম্যাচ ছাড়াও সেমিফাইনাল, ফাইনালসহ আরও বেশ কিছু বড় ম্যাচ লাইভ দেখানোর কথা ভাবছে সংস্থাটি।

ক্রিকেট বিশ্বকাপে আইনক্স হবে ভারতের সিনেম্যাটিক ক্রিকেট স্টেডিয়াম, বলছিলেন আইনক্স লেজার লিমিটেড-এর সিইও অলোক ট্যান্ডন। গ্যালারি থেকে খেলার দেখার অভিজ্ঞতা অন্যরকম। তবে জায়ান্ট স্ক্রিনে খেলা দেখাটাও রোমাঞ্চকর হবে বলে মনে করেন তিনি।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর