বিশ্বকাপ: কঠিন প্রশ্নের উত্তর পেয়েছেন কোহলি

বিশ্বকাপের স্কোয়াড ঘোষণার পর থেকে একটাই আলোচনা চার নম্বরে ব্যাটিং করবে কে? এ নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ছিলেন স্বয়ং ভারতীয় ক্যাপ্টেনও।অবশেষ সমাধান মিলল এই কঠিন প্রশ্নের।তাও বিশ্বকাপের আসর গড়ানোর দুই দিন আগে।

চার নম্বর নিয়ে এত দিন ধরে চলতে থাকা জটিল ধাঁধার উত্তর যে তিনি পেয়ে গিয়েছেন, তা মঙ্গলবার (২৮ মে) বাংলাদেশের বিপক্ষে ম্যাচ শেষে বুঝিয়ে দিলেন বিরাট কোহালি।

গতকাল শেষ প্রস্তুতি ম্যাচে ভারত ৯৫ রানে হারিয়েছে বাংলাদেশকে। কিন্তু সেই ফলাফলের চেয়ে চার নম্বরে খেলতে নামা কে এল রাহুলের ৯৯ বলে ১০৮ রান যে তার কাছে দিনের সেরা প্রাপ্তি, তা জানিয়ে দিয়েছেন কোহালি। তিনি বলেছেন, ‘আজকের জয় থেকে সেরা প্রাপ্তি চার নম্বরে রাহুলের সেঞ্চুরি। ও যে ভাবে ব্যাটিং করেছে, তা অসাধারণ।’

আরও যোগ করেছেন, ‘রাহুলের মতো উচ্চমানের ক্রিকেটারের বড় রান পাওয়া আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার।’ ভারত অধিনায়কের মন্তব্যেই স্পষ্ট, আগামী ৫ জুন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খুব সম্ভবত চার নম্বরে রাহুলকে রেখেই তিনি প্রথম একাদশ সাজাবেন।

তবে শুধু রাহুলই নন। কোহালিকে স্বস্তি দিয়েছে মহেন্দ্র সিংহ ধোনির সেঞ্চুরি এবং হার্দিক পাণ্ডিয়ার ১১ বলে ২১ রানের ঝোড়ো ইনিংস। তিনি বলেছেন, ‘আমাদের দলের ব্যাটসম্যানরা নিজেদের দায়িত্ব সম্পর্কে ওয়াকিবহাল। ধোনি এবং হার্দিকও দারুণ ব্যাট করেছে।’

পাশাপাশি দুই ওপেনার রোহিত শর্মা এবং শিখর ধওয়নের এখনও বড় রান না পাওয়া নিয়ে খুব একটা উৎকণ্ঠা ধরা পড়েনি কোহালির কথাবার্তায়। তিনি বলেছেন, ‘এখন সকলকেই প্রচুর ক্রিকেট খেলতে হয়। তবে আমি মনে করি, বিশ্বকাপ শুরু হলে সকলেই চেনা ছন্দে ফিরে আসবে।’

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর