ঝিনাইদহে কৃষকের কাছ থেকে সরকার নির্ধারিত মুল্যে ধান ক্রয়

খাইরুল ইসলাম নিরব, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে সরাসরি সরকার নির্ধারিত মুল্যে ধান ক্রয়ের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে সদর উপজেলার কুমড়াবাড়ি গ্রামের কৃষকদের কাছ থেকে এ ধান ক্রয় করে খাদ্য বিভাগ। সকালে কর্মসুচির উদ্বোধন করেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। এসময় সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. আব্দুর রশিদ, নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, জেলা খাদ্য নিয়ন্ত্রক নকীব সাদ সাইফুল ইসলাম, জেলা কৃষক লীগের সভাপতি সাজেদুল ইসলাম সোম, সাধারণ সম্পাদক আশরাফুল আলম, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হাসান মিয়া, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রোকনুজ্জামান, পাগলাকানাই ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে ওই গ্রামের ৬ জন কৃষকের কাছ থেকে ১০৪০ টাকা মন দরে ৬ টন ধান ক্রয় করা হয়।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর