ভোগান্তি ছাড়াই নৌ-পথে বাড়ি ফিরবে মানুষ : প্রতিমন্ত্রী

নৌ-পথে ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্ততি নেয়া হয়েছে। বুধবার সকালে পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটের ঈদ প্রস্ততি পরিদর্শনকালে নৌ-পরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, বড় ধরণের কোন ভোগান্তি ছাড়াই এবার মানুষ ঘরে ফিরতে পারবেন বলে আশা করেন তিনি।

তিনি বলেন, ঈদের সামগ্রীক প্রস্ততিতে যদি কোন চক্র,গোষ্টি বা ব্যক্তি বিনষ্টের চেষ্টা করে, তাদের বিরুদ্ধে তাৎক্ষনিক আইনগত ব্যবস্থা নেয়া হবে। এবিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা নজরদারি রয়েছে।

মন্ত্রী পাটুরিয়ায় পৌঁছে সংশ্লিষ্টদের কাছে ঈদের সার্বিক প্রস্ততির বিষয়ে খোঁজ খবর নেন। পরে ৩ নম্বর ঘাটে সাংবাদিকের সাথে কথা বলেনি তিনি।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, যাত্রীদের নিরাপদে পারাপারে তাদের চেষ্টার ত্রুটি নেই। তবে এজন্য যাত্রী,পরিবহণ চালকসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন। তাদেরও মনোবল থাকতে হবে। কোন যাত্রীই ঘাটে আটকে থাকবে না সবাইকে পারাপার করা হবে এটা শতভাগ নিশ্চয়তা দিলাম।

এসময় অন্যান্যের মধ্যে নৌ-পরিবহণ মন্ত্রনালয়ের সচিব আব্দুস সামাদ, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান প্রণয়কান্তী বিশ্বাস,বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর মাহবুব-উল ইসলাম, মানিকগঞ্জ জেলা প্রশাসক এস.এম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম উপস্থিত ছিলেন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর