সাকিবকে নিয়ে কথা না বলে পারলেন না মাশরাফি

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে আশা জাগানীয়া পারফর্ম উপহার দিতে পারেনি বাংলাদেশ। মুশফিক-লিটন ছাড়া দলের বাদবাকি ক্রিকেটাররাই ছিলেন কার্যত ব্যর্থ। কয়েকজন টুকটাক পারফর্ম করলেও দলকে জেতানোর মতো রেজাল্ট আসেনি তাদের ব্যাটে-বলে। সে কাতারে ছিলেন সাকিব আল হাসানও।

জাতীয় দল তথা বিশ্বের নম্বর ওয়ান অলরাউন্ডার হওয়ায় সাকিবের প্রতি বাড়তি চাহিদা সবার। যদিও গতকাল সেটা পূরণে ব্যর্থ ছিলেন তিনি। বল হাতে দুই উইকেট পেলেও ওয়ানডাউনে নেমে শূন্য রানে প্যাভিলিয়নের রাস্তা ধরেন। তাতেই সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা চায়ের আড্ডার ইস্যু হয়ে দাঁড়ান মিস্টার সেভেন্টি ফাইভ। চারিদিকে বলাবলি শুরু হয়, সাকিব এটা কী করলো? তাকে ওয়ানডাউনে নামানোটা কতটা যৌক্তিক ছিল?

অন্যকে সুযোগ দেওয়া যেত এটা সত্য। কিন্তু গতকাল সাকিবকে নিয়ে অন্য সমস্যার কথা বলেছেন অধিনায়ক মাশরাফি, ‘সাকিবের চোট আছে। তাছাড়া সে পর্যাপ্ত অনুশীলনও করতে পারেনি। যে কারণে ভালো ফল আসেনি।’

এদিন ম্যাচ শেষে মাশরাফি আরো বলেছেন, ‘আমাদের দলে কিছু চোট সমস্যা আছে। সাকিবের চোট আছে। পেস বোলারদেরও টুকটাক চোট আছে। আমি মনে করি আমরা আজকে যা করেছি যথেষ্ট করেছি। পারফরম্যান্স মনে হল ঠিকই আছে। আমি হ্যামস্ট্রিং চোটে ভুগছি। রুবেল সাইড স্ট্রেইনের চোট থেকে ফিরেছে। মুস্তাফিজ-সাইফউদ্দিন ভালো করেছে।’

দলের টপ অর্ডারের রান পাওয়া নিয়ে স্বস্তি প্রকাশ করে মাশরাফি আরও বলেছেন, ‘আমাদের টপ অর্ডার নিয়মিত রান পাচ্ছে। সৌম্য গত তিন ম্যাচে ভালো করেছে। লিটন সুযোগ কাজে লাগাচ্ছে। মুশফিক-সাকিব-তামিমরা নিয়মিতই ভালো করছে। আশা করছি আমাদের টপ অর্ডার এভাবে রান করতে থাকবে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর