শ্রীলঙ্কায় ধারবাহিক বিস্ফোরণ: তদন্ত করবে ভারতের এনআইএ

ইস্টার সানডে বিস্ফোরণের তদন্তে খুব শিগগির শ্রীলঙ্কায় যাচ্ছে ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা, এনআইএ-র একটি দল। ইতিমধ্যেই এ বিষয়ে দু-দেশের কথা হয়েছে।

প্রতিবেশী দেশের ধারবাহিক বিস্ফোরণে জড়িত হিসেবে ইসলামিক স্টেটের কেরালা ইউনিটের নাম শোনা যাচ্ছে। আদৌ কেরালা থেকে আইএস জঙ্গিরা শ্রীলঙ্কায় গিয়ে এই নাশকতা চালিয়েছিল কি না, সেটাই তদন্ত করে দেখবে এনআইএ।

শ্রীলঙ্কায় সাম্প্রতিক অতীতে সবচেয়ে ভয়াবহ হামলা গত ইস্টার সানডের ধারাবাহিক বিস্ফোরণ। ১০ ভারতীয়-সহ ২৫৭ জন নিহত হন। একইসঙ্গে গির্জা ও বিলাসবহুল হোটেলগুলিকে নিশানা করেছিল সন্ত্রাসবাদীরা। নাশকতার দায় নেয় আইএস। নিষিদ্ধ করা হয় আইএস অনুরাগী শ্রীলঙ্কার আঞ্চলিক কট্টরপন্থী ইসলামিক সংগঠন ন্যাশনাল তৌহিদ জামতকে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর