ধর্ম অবমাননা, পাকিস্তানে গ্রেফতার বৃদ্ধ হিন্দু!

কোরআন শরিফকে অবমাননার অভিযোগে পাকিস্তানে আবারো গ্রেফতার করা হল সংখ্যালঘু হিন্দুকে। এবার ঘটনাস্থল সিন্ধ প্রদেশ। ধর্ম অবমাননা বা ব্লাসফেমির অভিযোগে রমেশ কুমার নামে এক মঙ্গবার সকালে গ্রেফতার করা হয়েছে পুলিশ জানিয়েছে। এর আগে মিরপুর কাশ জেলার এক মৌলবি ওই হিন্দু বৃদ্ধের বিরুদ্ধে কোরান অবমাননার অভিযোগ আনেন।

পুলিশ জানিয়েছে, কোরান অবমাননার খবর চাউর হতেই মারমুখী লোকজন সোমবার হিন্দুদের তিনটি দোকানে ভাঙচুর চালায়। পরে অবশ্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। হিংসার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধেও মামলা রুজু করা হয়েছে।

পাকিস্তানে ব্লাসফেমি আইনে দোষী সাব্যস্ত ব্যক্তির সর্বোচ্চ মৃত্যুদণ্ডের সংস্থান আছে। সংখ্যালঘুদের ওপর ব্যক্তিগত আক্রোশ মেটানোর জন্য বহু ক্ষেত্রে এই আইনের অপব্যবহার করা হয় বলে অভিযোগ মানবাধিকার সংগঠনগুলির।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর