ঈদ বোনাস পাবে পশ্চিমবঙ্গ সরকারের মুসলিম কর্মচারীরা

ঈদের আগে পশ্চিমবঙ্গ সরকারের মুসলিম কর্মচারীদের জন্য বোনাস ঘোষণা করল নবান্ন। চার হাজার টাকা করে বোনাস পাবেন রাজ্যের মুসলিম কর্মচারীরা।

ঈদের আগে রাজ্যের মুসলিম সরকারি কর্মচারীদের চার হাজার টাকা করে বোনাস দেওয়ার ঘোষণা দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মমতা ব্যানার্জির সরকার। ৩০ হাজার টাকা পর্যন্ত বেতনের কর্মচারীরা এই চার হাজার টাকা করে অতিরিক্ত পাবেন।

কিন্তু তার বেশি বেতন হলে বোনাসের সুবিধা পাবেন। প্রসঙ্গত, গত বছর তিন হাজার ছয়শ টাকা বোনাস পেয়েছিলেন সংখ্যালঘু কর্মচারীরা। এবার চারশ টাকা বাড়ল। আর ৩০ থেকে ৩৬ হাজার টাকার মধ্যে বেতন হলে আট হাজার টাকা অগ্রিম পাবেন।

লোকসভা ভোটে পোস্টাল ব্যালটের গণনায় সব জায়গাতেই তুণমূলের চেয়ে এগিয়ে ছিল বিজেপি। বিশেষজ্ঞদের ধারণা, ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ পেতে দীর্ঘসূত্রিতা ও বকেয়া মহার্ঘ্য ভাতার কারণে রাজ্য সরকারের ওপর ক্ষুব্ধ সরকারি কর্মচারীরা। গত সোমবার আরেকবার ষষ্ঠ বেতন কমিশনের মেয়াদ বাড়ানো হয়েছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর