আইসিসির টুইটে মোস্তাফিজ-বুমরাহ

ইংল্যান্ড বিশ্বকাপের আগেই ছুটছে সাবেক তারকাদের কথার লড়াই। কখনও তারা জানাচ্ছে কোন বোলার কি করতে পারে , কে হতে পারে বিশ্বকাপের এক্স ফেক্টর। আবার কেউ কেউ করেছেন কাপ কার হাতে উঠবে তা নিয়ে ভবিষৎ বাণী। তবে মঙ্গলবার সন্ধ্যায় বিশ্বকাপের আয়োজক সংস্থা ওয়ার্ল্ডকাপ ক্রিকেট ভবিষ্যদ্বাণী করলেন মোস্তাফিজুর রহমান ও যশপ্রীত বুমরাহকে নিয়ে। তাদের অফিসিয়াল টুইটারে সময়ের সেরা দুই ওডিআই বোলারের মধ্যকার একটি ছবি পোস্ট করেছে।

সেই ছবির নিচে বাংলাদেশ ও ভারতের অন্যতম সেরা পেসার মোস্তাফিজ ও বুমরাহর ম্যাচ, উইকেট, এভারেজ এবং ইকোনোমি তুলে ধরেছে।ওয়ানডে ক্রিকেটে ইতিমধ্যে ৪৬ ম্যাচে খেলে ৮৩ উইকেট শিকার করেন কাটার মাস্টার মোস্তাফিজ। তার ইকোনোমি ৪.৮৮।

অন্যদিকে ভারতীয় তারকা পেসার বুমরাহ ৪৯টি ম্যাচ খেলে ৮৫ উইকেট শিকার করেছেন। তার ইকোনোমি ৫.৫১।

মঙ্গলবার বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে ইনিংসের শুরুতেই বাংলাদেশকে বেক থ্রু এনে দেন মোস্তাফিজুর রহমান।

ইনিংসের ২.৫ ওভারে দলীয় ৫ রানেই কাটার মাস্টারের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন ভারতের ওপেনার শিখর ধাওয়ান।

এদিন প্রথম ৫ ওভারে মোস্তাফিজ ১৯ রান খরচ করে শিকার করেন এক উইকেট। অন্যদিকে বুমরাহ প্রথম ৫ ওভারে ২৫ রানে নেন ২ উইকেট।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর