গায়ে আগুন ধরিয়ে গৃহবধূর আত্মহত্যা, স্বামী আটক

টাঙ্গাইলের নাগরপুরে নিজের শরীরে আগুন ধরিয়ে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। দাম্পত্য কলহের জেরে ঘটা এই ঘটনায় নিহত গৃহবধূর স্বামী জয়নাল আবেদিন বাবুকে আটক করেছে পুলিশ। গতকাল (শুক্রবার) উপজেলার ভারড়া ইউনিয়নের রেহাই মীর কুটিয়া গ্রামে এই ঘটনাটি ঘটেছে।

শুক্রবার রাতে আগুনে দগ্ধ গৃহবধূ রোজিনাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায়
আজ (শনিবার) সকালে তিনি মারা যান।

স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কয়েক বছর আগে কুটিয়া গ্রামের নওশের আলীর ছেলে মাটিকাটা শ্রমিক জয়নাল আবেদীন বাবুর সাথে সহবতপুর ইউনিয়নের কোকাদাইর গ্রামের মজের আলীর মেয়ে রোজিনার (২২) বিয়ে হয়।

তাদের সংসারে জান্নাতুল নামের দেড় বছরের এক কন্যা সন্তান আছে। গতরাতে তাদের মাঝে ঝগড়া হলে রাত ১১টার দিকে রোজিনাকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

এরপর প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য জয়নাল আবেদিন বাবুকে আটক করেছে পুলিশ।

নিহতের মরদেহ ময়নাতদন্তের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর