ব্রহ্মপুত্র ব্লাড কল্যাণ সোসাইটির চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের মধ্যদিয়ে ময়মনসিংহে স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ব্রহ্মপুত্র ব্লাড কল্যাণ সোসাইটির চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) সকালে সিটি করপোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিটি করপোরেশনের মেয়র ও সংগঠনটির প্রধান উপদেষ্টা মো. ইকরামুল হক টিটু। এসময় তিনি ব্রহ্মপুত্র ব্লাড কল্যাণ সোসাইটির নবগঠিত ৪১ সদস্যের কার্যকরী কমিটি ঘোষণা করেন।

প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র বলেন, মানবিক গুণাবলির অন্যতম বড় একটি গুণ হচ্ছে রক্তদান। রক্তদাতাদের দ্বারা শুধু রক্তদানই নয়, সমাজ পরিবর্তনও সম্ভব। কারণ তাদের মন-মানসিকতা দেশপ্রেমে ও মানবপ্রেমে পূর্ণ।

সংগঠনের সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম রক্সির পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আজাদ জাহান শামীম, মমেক হাসপাতালের ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগের বিভাগীয় প্রধান ডা. আজিজুর রহমান, সংগঠনের উপদেষ্টা ডা. মীর রাবেয়া আক্তার, আনিসুর রহমান ফকির, সানোয়ার হোসেন, হাবিবুর রহমান মিলন, এ্যাডভান্সড রেসিডেন্সিয়াল মডেল কলেজের অধ্যক্ষ কামরুল হাসান মিলন, আনন্দ মোহন কলেজের সহযোগী অধ্যাপক একেএম জিয়াউল ইসলাম, নিউজ চ্যানেল জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হোসাইন শাহীদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নাহিদ মন্ডল।

আলোচনা সভা শেষে সমাজিক কাজে বিশেষ অবদান রাখায় ২৬ টি স্বেচ্ছাসেবী সংগঠন এবং ২৫ বারের অধিক রক্তদান করা ১৩ জন রক্তদাতাকে সংবর্ধিত করা হয়। এ অনুষ্ঠানে ময়মনসিংহের বিভিন্ন স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের পাঁচশতাধিক সদস্য অংশ নেন।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর