ফের আন্দোলনে নামছে ঢাবি অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা

সেশনজট, ফলাফল প্রকাশে দীর্ঘসূত্রিতা, ত্রুটিযুক্ত ফলাফল প্রকাশসহ নানা ধরনের সমস্যার সম্মুখীন হয়ে পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। তারা অভিযোগ করে বলেন, এসব সমস্যার সমাধানে ঢাবি কর্তৃপক্ষ দৃশ্যত কোনো পদক্ষেপ নেয়নি। যার ফলে বাধ্য হয়ে নতুন করে আন্দোলনে নামতে যাচ্ছেন তারা।

আগামী ৪ নভেম্বর (বুধবার) রাজধানীর নীলক্ষেত মোড়ে মানববন্ধন করবেন সাত কলেজের শিক্ষার্থীরা।
আর এই মানববন্ধন থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন তারা। এর প্রস্তুতি হিসেবে শুক্রবার (৩০ অক্টোবর) সোহরাওয়ার্দী উদ্যানে সাত কলেজের শিক্ষার্থীদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় অংশগ্রহণকারী এক শিক্ষার্থী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়ার পর থেকে বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে যেতে হচ্ছে। এসব সমস্যা সমাধানে বারবার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলা হলেও কার্যত কোনো সমাধান হয়নি। তারই অংশ হিসেবে নতুন কর্মসূচির ডাক দেয়া হয়েছে।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর