টাঙ্গাইলে সালিশি বৈঠকে দুপক্ষের সংঘর্ষে মুক্তিযোদ্ধা নিহত

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে টাঙ্গাইলের বাসাইলে সালিশি বৈঠকে দুপক্ষের সংঘর্ষে আব্দুল লতিফ খান নামে এক বীর মুক্তিযোদ্ধা নিহতের অভিযোগ উঠেছে। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলার মটরা এলাকায় এ ঘটনা ঘটে।

হাবলা ইউনিয়ন পরিষদের সদস্য শাহজাহান খান জানান, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বাড়ির পাশের একটি পুকুরের মাছ নিয়ে বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ খা এর পরিবারের সাথে প্রতিবেশী আবু খাঁ, তার ছেলে পাভেল ও পারভেজের কথা কাটাকাটি হয়। এ নিয়ে শুক্রবার বিকেলে তার বাড়িতে একটি সালিশ বৈঠকের আয়োজন করা হয়। সালিশ বৈঠক চলাকালে এক পর্যায়ে দুই পক্ষের মাঝে সংঘর্ষ হয়। এসময় পরি বেগম, আবু খাঁ, তার ছেলে পাভেল ও পারভেজ বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফকে পিটিয়ে ও গলা টিপে ধরে। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে নিহতের পরিবার।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর