টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসী সালমান শাহ গ্রুপের প্রধান আটক

কক্সবাজারের টেকনাফে অস্ত্র ও ইয়াবাসহ সালমান শাহ নামে এক রোহিঙ্গা শীর্ষ সন্ত্রাসীকে আটক করেছে ১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা।

শুক্রবার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী শিবির সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন সময় সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগে বেশ কয়েকটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ সূত্র।

সে নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের বি ব্লকের ১০৫২/২ নং শেডের বাসিন্দা সোনা মিয়ার ছেলে। সোনামিয়া স্থানীয় হলেও স্ত্রী রোহিঙ্গা হওয়ার সুবাদে শরণার্থী শিবিরে বসবাস করে।

১৬ এপবিএন অধিনায়ক পুলিশ সুপার হেমায়েত উদ্দিন জানান, শুক্রবার দুপুরে নয়াপাড়া রোহিঙ্গা শিবিরে দায়িত্বরত এপিবিএন পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মু. রকিবুল ইসলাম এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থাকা ২টি রামদা ও ৪ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

উদ্ধারকৃত অস্ত্র ও ইয়াবাসহ টেকনাফ থানায় সোপর্দ করে মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছেন এপিবিএন এর এই কর্মকর্তা।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর