মহানবীকে কটুক্তির প্রতিবাদে কেরানীগঞ্জে বিক্ষোভ

ফ্রান্সে মহানবী হজরত মুহাম্মদ (সঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল হয়ে উঠে কেরানীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা।

আজ শুক্রবার জুমার নামাজের পর কেরানীগঞ্জের কদমতলী গোলচত্বর এলাকায় ওলামা মাশায়েখ ও তৌহিদী জনতা এবং সাধারণ মুসল্লীরা এসে জড়ো হতে থাকে। এসময় বিক্ষুব্ধ লাখো মুসুল্লির উপস্থিতিতে কদমতলী গোলচত্বর এলাকা জনসমুদ্রে পরিনত হয় এবং মহানবীর ব্যাঙ্গচিত্র প্রদর্শনে ফ্রান্সের বিরুদ্ধে শ্লোগান দিতে থাকে।

এছাড়াও কেরানীগঞ্জের হাসনাবাদ বিআরটিএ গোলচত্বর এলাকায়ও ওলামা মশায়েখ ও তৌহিদী জনতা বাদ জুমা বিশাল সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেন।

হাসনাবাদ বিআরটিএ সমাবেশে প্রধান অতিথি ও সভাপতিত্ব করেন মহিউস সুন্নাহ পীরে কামেল মাওলানা আব্দুল হামিদ (পীর সাহেব মধুপুর),বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা শেখ ফরিদ (পীর সাহেব আবদুল্লাহপুর)।

এসময় আরো উপস্থিত ছিলেন মুফতি মো. জাকির হোসেন, মুফতি নজরুল ইসলাম তাহের,মাওলানা সারোয়ার আলম কাশেমী।

সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মুফতি আহমাদুল্লাহ, মুফতি আলমগীর হোসেন, মুফতি আবদুল আজিজ, হাফেজ মাওলানা আতাউর রহমান।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর