নদী দখল মুক্ত করায় নেতৃত্ব দেওয়া সেই কর্মকর্তাকে বদলি

ঢাকা শহরের চারাপাশে নদী তীরের দখল হওয়া জায়গা উদ্ধারে গত এক বছরে যে সকল অভিযান বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) পরিচালনা করেছে তার বেশিরভাগের নেতৃত্ব দিয়েছেন সংস্থাটির যুগ্ম পরিচালক ও ঢাকা নদীবন্দরের নিয়ন্ত্রণ কর্মকর্তা এ কে এম আরিফ উদ্দিন। কিন্তু এবার তাকে বদলি করা হয়েছে।

তার কর্মস্থল ঢাকা নদীবন্দর-সদরঘাট থেকে বদলি করে পাঠানো হয়েছে মতিঝিল প্রধান কার্যালয়ে। বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে বদলির এই আদেশ দেওয়া হয়েছে। এই তথ্য নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএর একটি সূত্র

এ বিষয়ে আজ (শুক্রবার) এ কে এম আরিফ উদ্দিনের সঙ্গে কথা বলতে চাইলে তিনি কোনো বদলির বিষয়ে কোনো মন্তব্য করতে চাননা বলে জানান।

যদিও বিআইডব্লিউটিএ বলছে, নিয়মিত বদলির অংশ হিসেবে সদরঘাট থেকে হেড অফিসে তাকে বদলি করা হয়েছে। তবে সংস্থাটির বিশ্বস্ত সূত্রে জানা গেছে, প্রভাবশালীদের অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়ে তিনি রোষানলে পড়ে যান। যার কারণেই বদলি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর