সিংগাইরে জেলা পরিষদ সদস্যের বাড়িতে গ্রিল কেটে চুরি

মানিকগঞ্জের সিংগাইরে জেলা পরিষদের সদস্য এ্যাডভোকেট কহিনুর ইসলাম ছানির বাড়িতে জানালার রড কেটে চুরির ঘটনা ঘটেছে। উপজেলার ধল্লা ইউনিয়নের মেদুলিয়া গ্রামে বৃহস্পতিবার দিবাগত রাতে জনশূন্য বাড়িতে এ দুর্ধর্ষ চুরির ঘটনাটি ঘটে। এসময় প্রায় ১০ ভরি স্বর্ণালংকার, নগদ টাকা ও ৫ টি সিলিং ফ্যান ও কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র লুটে নিয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ঘরের জানলার রড কেটে ভিতরে প্রবেশ করে আলমারি ভেঙে, বিছানা ও কাপড় উল্টিয়ে টাকা, স্বর্ণালংকার এবং সিলিং ফ্যান চুরি গেছে।

এব্যপারে কহিনুর ইসলাম ছানি বলেন, আমরা গতরাতে কেউ বাড়িতে ছিলাম না। সকালে এসে দেখি বাড়িতে চুরি হয়েছে। স্ত্রীর প্রায় ১০ ভরি গহনা, বাবার আলমারির কিছু নগদ টাকা, ৫ টি সিলিং ফ্যান এবং কিছু দরকারী কাগজ খোয়া গেছে। এখনো বলতে পারছি না আরো কিছু খোয়া গেছে কিনা। একাধিকবার ডাকাতি আর চুরির ঘটনা পরিকল্পিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সিংগাইর থানায় খবর দিলে, থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা যায়। এঘটনায় এখনো কোন মামলা হয়নি।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর