ফ্রান্সের পণ্য বয়কটের দাবি রেখে কলাপাড়ায় বিক্ষোভ মিছিল

বিশ্বনবী হযরত মুহাম্মাদ (স:) কে নিয়ে ব্যাঙ্গ চিত্র করায় ফ্রান্সের পন্য বয়কট করার দাবী রেখে পটুয়াখালীর কলাপাড়ায় মুসলিম ধর্মপ্রান মুসুল্লিরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।

শুক্রবার (৩০ অক্টোবর) জুম্মার নামাজ শেষে কলাপাড়া ওলামায়ে-কেরামদের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলাপাড়া প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়। পরে ফ্রান্সের পন্য বয়কটসহ বিভিন্ন বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা করা হয়।

সভায় বক্তব্য রাখেন, কলাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাও. মুফতী মো. সাইদুর রহমান, ফিসারি জামে মসজিদের ইমাম হাফেজ মাও.মোঃ ফেরদৌস, কোর্ট মসজিদের ইমাম ও এতিমখানা হাফেজিয়া মাদ্রাসার প্রধান হাফেজ মোঃ মুছা, তালুকদার মসজিদের ইমাম মাও. মোঃ ইব্রাহীম ও ইঞ্জিনিয়ার কারী মো. সিরাজ প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন কলাপাড়া নাগরিক অধিকার এর সাধারন সম্পাদক মোঃ শোয়েবুর রহমান। এসময় ইসলামের শত্রুরা হুশিয়ার সাবধান, ফ্রান্সের পণ্য বর্জন করো, বয়কট করো, ম্যাক্রোর দুই গালে জুতা মারো তালে তালে এভাবে বিভিন্ন স্লোগান দিয়ে প্রতিবাদ জানানো হয়।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর