নবী ও ধর্ম নিয়ে পরিকল্পিত অপপ্রচার চলছে: মুক্তিযুদ্ধ মন্ত্রী

নবী ও ইসলাম ধর্মকে নিয়ে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে বলে জানয়েছেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। ধর্মীয় উসকানির বিষয়ে সর্তক থাকার আহবানও জানিয়েছেন তিনি।

ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে শুক্রবার (৩০ অক্টোবর) আনজুমানে রহমানিয়া মাইজভান্ডারির আয়োজনে রাজধানীর কাকরাইলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিশেষ আলোচনা অনুষ্ঠানে এ কথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, ‘অনেকেই আছেন যারা হযরত মুহাম্মদ (স:) কে নিয়ে অনেক সময় ব্যাঙ্গাত্মক সমালোচনা করে। আমি আহ্বান করবো আমরা যারা ইসলাম প্রিয় ও নবী করীম (স:) এর আদর্শে দীক্ষিত এসব উসকানিতে ও ফাঁদে পা দিবো না। মাথা ঠান্ডা রেখে নবীজীর উম্মত হিসেবে সেগুলো মোকাবিলা করবো।’

এদিকে, ধর্মীয় ভাবগাম্ভীর্যে রাজধানীসহ সারা দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর