পাটুরিয়া-দৌলতদিয়ায় যানবাহনের দ্বিগুণ চাপ

শিমুলিয়া-কাঠাঁলবাড়ি নৌরুট বন্ধ থাকার কারণে পাটুরিয়া-দৌলতদিয়ায় যানবাহনের চাপ বেড়েছে দ্বিগুণ। আজ শুক্রবার (৩০ অক্টোবর) সকাল থেকে দীর্ঘ হচ্ছে যানবাহনের সারি। এতে চরম দুর্ভোগে পড়েছে সাধারণ যাত্রীগণ।

ঘাট কর্তৃপক্ষ জানায়, শিমুলিয়া-কাঠাঁলবাড়ি নৌরুট বন্ধ থাকার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে যানবাহনের চাপ প্রতিদিন দ্বিগুণ থাকলেও আজ শুক্রবার ছুটির দিন হওয়ায় তা বেড়েছে কয়েকগুণ। চাপ সামাল দিতে ঘাট থেকে ৭ কি.মি. দূরে উথুলী সংযোগ মোড়ে পণ্যবাহী ট্রাক সারি করে রাখা হচ্ছে। তা মোড় ছাড়িয়ে আরিচার ৩ কি: মি: এলাকা জুড়ে রয়েছে।

এদিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ২০টি ফেরি মধ্যে ১৯টি ফেরি চলাচল করছে। কিন্তু ফেরির তুলনায় ঘাট কম থাকায় ফেরি ঘাটে নোঙর করতে সময় লাগছে বেশি। এতে চরম দুর্ভোগে রয়েছে যানবাহনের শ্রমিক ও যাত্রীরা।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর