ইসলামের কাছে হার মানবে না বলে আবারও হুঁশিয়ারি ম্যাক্রোঁর

ফ্রান্সের নিস শহরে গির্জার কাছে ছুরি হামলার পর দেশেটির সব শিক্ষা প্রতিষ্ঠান, গির্জা এবং জনসমাগম স্থানে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। একে ‘ইসলামপন্থি সন্ত্রাসী হামলা’ অবিহিত করেছে ফ্রান্স। ‘সন্ত্রাসের কাছে হার মানবে না’ বলে আবারও হুঁশিয়ারি দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। একই সঙ্গে ফরাসি জাতি নিজেদের মূল্যবোধ বিসর্জন দেবে না বলেও উল্লেখ করেন তিনি।

গতকাল বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্থানীয় সময় সকালে নিস শহরে ছুরিকাঘাতে ৩ জন নিহত হন। আহত হন বেশ কজন।

এমন ঘটনার পর সাধারণ মানুষের সুরক্ষায় গুরুত্বপূর্ণ স্থানে ৩ হাজার থেকে বাড়িয়ে ৭ হাজার নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে ফ্রান্সজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে প্রশাসন। এদিন নিসে এ হামলার ঘটনার পাশাপাশি ফ্রান্সের আরেক শহর আভিনিওঁ এর কাছে এবং সৌদি আরবের ফরাসি কনস্যুলেটেও পৃথক দুটি হামলা হয়।

ঘটনাস্থলে পরিদর্শন করে ম্যাক্রোঁ আরও বলেন, ফরাসি জাতির ওপর আরেকবার হামলা হলে নিজেদের রক্ষায় সবধরনের ব্যবস্থা নিতে বাধ্য থাকবে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর