যশোরে ফ্রান্স সরকারের বিরুদ্ধে জেলা ইমাম পরিষদের বিক্ষোভ

ফ্রান্সে রাষ্ট্রীয়ভাবে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রচার করায় তারই প্রতিবাদে যশোরে বিক্ষোভ সমাবেশ করেছে যশোর জেলা ইমাম পরিষদ।

বুধবার (২৮ অক্টোবর) যশোর শহরের দড়াটানা ভৈরব চত্বরে সমাবেশ শেষে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়।

যশোর জেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা আনোয়ারুল করীম যশোরীর সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ও বক্তব্য রাখেন, জেলা ইমাম পরিষদের সেক্রেটারি হাফেজ মাওলানা বেলায়েত হোসেন, সাংগঠনিক সম্পাদক মুফতী কামরুল আনোয়ার নাঈম, প্রচার সম্পাদক মুফতী আমানুল্লাহ কাসেমী, মুফতী মুজিবুর রহমান, মাওলানা আব্দুল মান্নান, মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা হামিদুল ইসলাম, মাওলানা নাজীর উদ্দীন, মুফতী শামসুর রহমান, মুফতী হাফিজুর রহমান, মুফতী আব্দুর রহমান এযাযী, মাওলানা ইমাদুল ইসলাম, মুফতী মাহমুদুল হাসান, মাওলানা আরীফুল্লাহ আলমগীর, মুফতী কবীর হুসাইন, মুফতী উবাইদুল্লাহ শাকির, মুফতী মাসউদুর রহমান, মুফতী আব্দুল হান্নানসহ প্রমুখ। এছাড়াও সমাবেশ ও বিক্ষোভ মিছিলে কয়েক হাজার মুসল্লীবৃন্দ অংশগ্রহণ করেন।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর