রায়গঞ্জ উপজেলা আ. লীগের সম্মেলনে সভাপতি জিন্নাহ, সম্পাদক হৃদয়

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন-২০২০ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে আব্দুল হাদি আল মাজি জিন্নাহ ১৭১ ভোট পেয়ে পুনরায় সভাপতি এবং আবুল কালাম আজাদ হৃদয় ১৪৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রায়গঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলন শুরু হয়।

রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাদি আল মাজি জিন্নার সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মন্ত্রী আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস।

সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস.এম কামাল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আ.লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা: রোকেয়া সুলতানা, সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা, সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনের সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ মো. হাবিবে মিল্লাত মুন্না, সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা: আব্দুল আজিজ, সাবেক এমপি গাজী ম ম আমজাদ হোসেন মিলন, জেলা আ’লীগের সহ-সভাপতি আবু ইউসুফ সূর্য্য, এ্যাড. বিমল কুমার দাস, কে এম হোসেন আলী হাসান, কেন্দ্রীয় কৃষকলীগ নেতা সাখোয়াত হোসেন সুইট, আব্দুস সামাদ তালুকদার, হেলাল উদ্দিন, আব্দুল হান্নান খান প্রমুখ।

এ সময় বক্তারা তৃণমূল কাউন্সিলদের উদ্দেশ্যে বলেন, মুক্তিযোদ্ধার চেতনায় এবার উপজেলা আওয়ামী লীগকে সু-সংগঠিত করার লক্ষ্যে সৎ, যোগ্য, ন্যায়পরায়ণ ও কর্মীবান্ধব নেতা বেছে নিতে হবে।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সভাপতি পদে ইমরুল হোসেন তালুকদার ইমন ১০১ ভোট ও সাধারণ সম্পাদক পদে শরিফ উল আলম শরিফ১২৮ ভোট পেয়ে পরাজিত হয়।

সম্মেলনে জেলা আওয়ামী লীগ, মহিলা, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিক লীগসহ সকল উপজেলার আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে ২০১৩ সালের ১০ জুন রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিলো।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর