সৌদিতে ফ্রান্স দূতাবাসে হামলা

সৌদি আরবে অবস্থিত ফ্রান্স দূতাবাসে হামলার ঘটনা ঘটেছে। হামলায় সেখানে নিযুক্ত এক নিরাপত্তাকর্মী আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে মক্কা প্রদেশের জেদ্দাহ শহরে। আজ (বৃহস্পতিবার) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে বলে খবর প্রকাশ করেছে ফ্রান্স টুয়েন্টিফোর।

তাদের খবরে বলে হয়, হামলাকারীকে তাৎক্ষনিকভাবে গ্রেপ্তার করা হয়েছে। হামলায় আহত নিরাপত্তারক্ষীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে তিনি শঙ্কামুক্ত আছেন। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ফরাসি দূতাবাস।

এ বিষয়ে সৌদি আরব জানিয়েছে, হামলাকারী একজন সৌদি নাগরিক। তবে আহত নিরাপত্তারক্ষীর পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ। হামলার উদ্দেশ্য সম্পর্কে সৌদি কর্তৃপক্ষ কিংবা ফরাসি দূতাবাস কোনো কারণ উল্লেখ করেনি এখনো।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর