মুসলিম বিশ্বের নেতাদের এক হওয়ার ডাক দিলেন ইমরান খান

মুসলিমদের অবমাননা ও অপমানের বিরুদ্ধে সমগ্র বিশ্বের মুসলিমদের একত্রিত হওয়ার ডাক দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী ক্রিকেটার ইমরান খান। ওইক্যের ডাক দিয়ে তিনি মুসলিম নেতাদের কাছে চিঠিও পাঠিয়েছেন।

এ বিষয়ে বার্তা সংস্থা পার্স টুডে তাদের এক প্রতিবেদনে জানায়, ধবার লেখা ওই চিঠিতে ইমরান বলেন, ‘সম্প্রতি নেতৃত্ব পর্যায় থেকে যেসব বক্তব্য দেওয়া হয়েছে এবং পবিত্র কুরআন ও বিশ্বনবী (সা.)-কে অবমাননা করার যে ঘটনা ঘটেছে তা মূলত ফ্রান্সসহ ইউরোপীয় দেশগুলোতে ইসলামফোবিয়া (ইসলামভীতি) বেড়ে চলারই প্রতিফলন।’

পাকিস্তানের লাহর শহরে বুধবার আয়জিত এক সমাবেশে তিনি বলেন, ফ্রান্স ও পশ্চিমা দেশগুলোতে মুসলমানদের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। ধর্মপালনকারীদের স্পর্শকাতর বিষয়গুলো বিবেচনায় নেওয়া উচিত।

এর আগে বিশ্বনবী (সা.)-কে অবমাননা করে কার্টুন প্রকাশের পক্ষে অবস্থান নেওয়ায় ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর কঠোর সমালোচনা করেন ইমরান খান।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর