‘খেলাধুলা মানুষের মন থেকে অপরাধ প্রবণতা কমায়’

বরিশাল জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম বলেছেন, শারীরীক ও মানসিক বিকাশে খেলাধুলা অত্যাবশ্যকীয়। ক্রীড়াচর্চা মানুষ দৈনন্দিন কাজকর্মে শক্তি ও সাহস জোগায়। আমাদের সুস্বাস্থ্যের অধিকারী করে। সেকারনে প্রতিবারের ন্যায় এবারও আমরা ক্রীড়া প্রতিযোগীতার আয়োজন করেছি।

আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা ১১ টায় বরিশাল পুলিশ লাইন্সে বরিশাল রেঞ্জ আন্তঃজেলা ক্রিকেট টুর্নামেন্টের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সাইফুল ইসলাম আরও বলেন, খেলাধুলা মানুষের মনের অপরাধ প্রবণতা কমায়। সে কারনে আমাদের সবাইকে খেলাধুলার প্রতি আগ্রহী হয়ে উঠতে হবে।

আমরা নিজেদের মধ্যে সম্প্রীতি বজায় রেখে টুর্নামেন্ট শেষ করবো।কারো আচরনে কেউ যেন কষ্ট না পায় সেদিকে খেয়াল রাখতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার নাইমুল হক, শাহজাহান হোসেন, ফরহাদ সরদার, সহকারী পুলিশ সুপার উজিরপুর সার্কেল আবু জাফর মোঃ রহমাতুল্লাহ প্রমুখ।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর