ডিবি হেফাজতে এরফান সেলিম ও দুই সহযোগী

সংসদ সদস্য (এমপি) হাজী মোহাম্মদ সেলিমের ছেলে বরখাস্ত হওয়া কাউন্সিলর এরফান মোহাম্মদ সেলিম ও তার দুই সহযোগীকে নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের মামলায় মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) হেফাজতে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরের পরে এরফান সেলিম ও তার দুই সহযোগীকে ধানমন্ডি থানা থেকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

রমনা জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার (২৮ অক্টোবর) রাতে ডিবির কাছে ন্যস্ত করা হয় মামলার তদন্তভার । এ কারণে আসামিদের ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে দুপুর দেড়টার দিকে কড়া নিরাপত্তায় একটি মাইক্রোবাসে করে এরফান সেলিম, তার দুই সহযোগী জাহিদুল ইসলাম ও সিদ্দিককে নিয়ে মিন্টু রোডের উদ্দেশে রওনা হয় ডিবি।

বুধবার রাতে রিমান্ডের প্রথম দিন আসামি তিন জনকে মুখোমুখি করে জিজ্ঞাসাবাদ করে ধানমন্ডি থানা পুলিশ।

বার্তা বাজার/কে.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর