১০ মাসে ২২টি অজগর উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত

শরণখোলার লোকালয় থেকে ১৫ কেজি ওজনের একটি অজগর সাপ উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করেছে বন বিভাগ।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বনবিভাগের শরণখোলা রেঞ্জ সংলগ্ন সুন্দরবনে অজগরটি অবমুক্ত করা হয়। এ নিয়ে চলতি বছরের জানুয়ারী থেকে এ পর্যন্ত ১০ মাসে লোকালয় থেকে উদ্ধার হওয়া ২২টি অজগর সাপ সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।

শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মোঃ জয়নাল আবেদীন জানান, বৃহস্পতিবার সকাল ১০টায় দিকে শরণখোলা উপজেলার সুন্দরবন সংলগ্ন সোনাতলা গ্রামের মিঠু খানের বাড়িতে অজগরটি পাওয়া যায়। মিঠু খান অজগরটি তার বাড়ির বাগানে দেখতে পেয়ে বন বিভাগ ও কমিউনিটি পেট্রোলিং গ্রপকে খবর দেয়। খবর পেয়ে তারা অজগরটি উদ্ধার করে বেলা ১১টার দিকে রেঞ্জ সংলগ্ন বনে অবমুক্ত করেন।

এসিএফ জানান, চলতি বছরের জানুয়ারী থেকে এ পর্যন্ত লোকালয় থেকে উদ্ধার হওয়া ২২টি অজগর সাপ সুন্দরবনে অবমুক্ত করা হয়। এছাড়া ওই সময়ের মধ্যে একটি কিং কোবরা সাপ, তিনটি বণ্য শুকর, দুইটি বার্কিং ডিয়ার ও একটি চিত্রল হরিন উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর