রাঙ্গাবালীর আগুন মুখা নদীতে ফেরি চালুর দাবিতে ফের মানববন্ধন

নৌ-দুর্ঘটনায় ঝুঁকি এড়াতে পটুয়াখালী জেলার একমাত্র নৌপথ নির্ভর রাঙ্গাবালী উপজেলার আগুন মুখা নদীতে ফেরি চালুর দাবিতে ফের মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

“ফেরি মোদের প্রানের দাবি, দিতে হবে- দিতে হবে” স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার সকালে ১০টায় উপজেলার মৌডুবী ইউনিয়নের সর্বস্তরের জনগণের উদ্যোগে ইউনিয়নটির মৌডুবী বাজারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচিতে ইউনিয়নের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় দুই শতাধিক মানুষ উপস্থিত ছিল।
এ সময় বক্তব্য রাখেন ইউপি সদস্য জহিরুল ইসলাম, ইউপি সদস্য সাইফুদ্দিন মিঠু, ইউপি সদস্য সলেমান প্যাদা, মান্নান ভুইয়া, সলেমান সরদার।

বক্তারা বলেন, বিভিন্ন সময়ে আগুন মুখা নদী পারাপারের সময় দূর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটে। ফেরি থাকলে হয়তো এরকম দূর্ঘটনা ঘটতো না। তাই আমরা আগুন মুখা নদীতে ফেরি চালুর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানাই।

এর আগে গত সোমবার উপজেলার বাহেরচর বাজারে একই দাবিতে বিভিন্ন পেশার মানুষের উপস্থিতিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

উল্লেখ্য, এবছর গত ০৬ জানুয়ারি আগুন মুখা নদীতে স্পীড বোট ডুবিতে ০২ জন এবং গত ২২ অক্টোবর একই নদীতে স্পীড বোট ডুবিতে ০৫ জন নিহত হন।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর