অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি, ২ বেকারি মালিককে জরিমানা

শেরপুরের ঝিনাইগাতীতে দুই বেকারি মালিককে ৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার ২৮ অক্টোবর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীন এ অর্থ দণ্ড প্রদান করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য সামগ্রী প্রস্তুতকরণ, প্যাকেটের গায়ে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ ব্যবহার না করার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫৩ ধারায় উপজেলার থানা রোড এলাকার অন্তর বেকারীর মালিক নুরুজ্জামানকে পাঁচ হাজার টাকা ও প্রতাবনগর এলাকার ভাই ভাই বেকারীর মালিক আতিককে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীন বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর