সিটিজেন ব্যাংকের চেয়ারম্যান হচ্ছেন আইনমন্ত্রী আনিসুল হক

প্রস্তাবিত দ্য সিটিজেন ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব পাচ্ছেন আইনমন্ত্রী আনিসুল হক। আইনমন্ত্রীর মা জাহানারা হকের মৃত্যুর কারণে ব্যাংকটির শেয়ারহোল্ডিং বা মালিকানায় পরিবর্তনের জন্য অনুমতি চাওয়া হয়েছে। আর তাতে সম্ম‌তি দি‌য়ে‌ছে কেন্দ্রীয় ব্যাংক।

বুধবার (২৮ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের পরিচালক পর্ষদের ৪০৯তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বোর্ড সভার সং‌শ্লিষ্ট সূত্র বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছে।

সভায় প্রস্তা‌বিত সিটিজেন ব্যাং‌কের লেটার অব ইনটেন্টের (এলওআই) শর্তপূরণের সময়সীমা বাড়ানোর আবেদনও মঞ্জুর করা হয়েছে।

উক্ত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজ‌লে ক‌বি‌র। এছাড়া আরো উপস্থিত ছিলেন- অর্থসচিব আব্দুর রউফ তালুকদার, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এসএম মনিরুজ্জামান, আহমেদ জামাল, নির্বাহী পরিচালক আবু ফরাহ মো. নাসের ও মো. সিরাজুল ইসলাম প্রমুখ।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর