মুম্বাইকে মাঝারি লক্ষ্য দিল কোহলির ব্যাঙ্গালুরু

টস হেরে ব্যাটিংয়ে নেমে জস ফিলিপ এবং দেবদুত পাড্ডিকাল ৭.৫ ওভারে করেন ৭১ রানের জুটি। ২৪ বলে ৩৩ রান করে মাঠ ছাড়েন ফিলিপ।

এরপর একপাশে পাড্ডিকাল দারুণ ব্যাটিং করে গেলেও অন্য পাশে আশা যাওয়ার মিছিলে ছিলো অন্য ব্যাটসম্যানরা। ৯ রান করে বিদায় নেন দলের কাপ্তান বিরাট কোহলি। ১২ বলে ১৫ রান করে আউট হন এবি ডি ভিলিয়ার্স। শিভাম দুবে করেন ২ রান। ক্রিস মরিসের ব্যাট থেকে আসে ৪ রান। গুরকিরাত সিং ১১ বলে অপরাজিত থাকেন ১৪ রানে। ওয়াশিংটন সুন্দর করেন ১০ রান।

শেষ পর্যন্ত ৬ উইকেটর বিনিময়ে ব্যাঙ্গালুরের স্কোরে ওঠে ১৬৪ রান। মুম্বাইয়ের হয়ে অসাধারণ বোলিং করেন জসপ্রিত বুমরাহ। বলতে গেলে একাই তিনি ব্যাঙ্গালুরুর রান আটকে রাখেন। ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। ট্রেন্ট বোল্ট, রাহুল চাহার এবং কাইরন পোলার্ড নেন ১টি করে উইকেট।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর