‘আ’লীগ গায়ে পড়ে ঝামেলা বাধানোর চেষ্টা করছে’

ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী এসএম জাহাঙ্গীর হোসেন অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ গায়ে পড়ে ঝামেলা বাধানোর চেষ্টা করছে। তারা মঙ্গলবার আমার বাসার সামনে অনেকক্ষণ মিছিল করেছে ঐসময় সেখানে আমাদেরও অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তবে আমরা কোনো ঝামেলায় করতে চাই না। কারণ, আমাদের সঙ্গে ভোটাররা আছেন। তারা সবাই ১২ নভেম্বর ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার জন্য মুখিয়ে আছেন।

আজ (বুধবার) সকালে উত্তরার নিজ নির্বাচনী কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, আমাদের নেতাকর্মীরা জানপ্রাণ দিয়ে কাজ করে যাচ্ছেন। আমরা নির্বাচনের শেষ পর্যন্ত মাঠে থাকব। আমাদের প্রতিটি গণসংযোগে আওয়ামী লীগ বাধা দিচ্ছে। বিষয়টি নির্বাচন কমিশন ও স্থানীয় পুলিশ প্রশাসনকে জানালেও তারা কোনো ধরনের ব্যবস্থা নেয়নি। এমনকি প্রার্থী হিসেবে আমাকেও বাধা দেয়া হচ্ছে। তাহলে এটা কোন ধরনের নির্বাচন? অথচ আমরা প্রতিটি কর্মসূচির আগে পুলিশের অনুমতি নিচ্ছি। এই জোনের পুলিশের ডিসিকে গত দু’দিন ধরে ফোন দিয়ে যাচ্ছি,কিন্তু তিনি আমার ফোন রিসিভ করছেন না।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর