মাঝরাতে মেঘনায় পুলিশের ওপর জেলেদের ট্রলার হামলা

বরিশাল জেলার হিজলা উপজেলার মেঘনা নদীতে টহলরত নৌ পুলিশের ওপর আবারও হামলা চালিয়েছে অবৈধ ইলিশ শিকারীরা। এসময়ে তারা পুলিশের ট্রলারের ওপর চলন্ত ট্রলার তুলে দিয়ে পুলিশের ট্রলারকে ডুবিয়ে দেওয়ার চেষ্টা চালায়।

এসময়ে হামলাকারী তিনজনকে আটক করতে পেরেছে পুলিশ। যদিও দুইজন নদী সাঁতরে পালিয়ে গেছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

আজ (২৮ অক্টোবর) বুধবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চত করে অভিযানিক দলের প্রধান পুলিশ পরিদর্শক আবু তাহের জানান, কারও না কারও উস্কানিতে জেলেরা পুলিশের ওপর আক্রমণের সাহস দেখাচ্ছেন।

মূলত আমরা নিয়মিত টহলের অংশ হিসেবে একটি ইঞ্জিন চালিত কাঠ বডির ট্রলারকে ধাওয়া করি। ট্রলারটি পালিয়ে যাওয়ার চেষ্টা না চালিয়ে উল্টো দ্রুত গতিতে এসে আমাদের ট্রলারের ওপর উঠিয়ে ট্রলার ডুবিয়ে দেওয়ার চেষ্টা চালায়।

তবে আমাদের ট্রলারে ট্রলার দিয়ে হামলা চালানোর চেষ্টাকালে তাদের ট্রলারটিই পানিতে নিমজ্জিত হয়ে যায়। এসময়ে আমরা তিনজনকে আটক করি। আটককৃতরা হলেন, নুরুল ইসলাম, ইয়াকুব আলী বাঘা এবং মোহাম্মদ আলী সরদার। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের হয়েছে।

প্রসঙ্গত, এর আগে এই নদীেত হিজলা নৌ পুলিশের ওপর আরও দুইবার হামলার ঘটনা ঘটে।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর