নীলফামারীতে গাভী পালন বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

নীলফামারী যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক আয়োজিত উত্তরবঙ্গের ০৭টি জেলার বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি শীর্ষক প্রকল্পের ২য় পর্যায়ের আওতায় ১৫দিন ব্যাপী “গাভী পালন” বিষয়ক প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) যুব উন্নয়ন কার্যালয়ের সম্মেলন কক্ষে এই কোর্সের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: হাফিজুর রহমান চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো: হাফিজুর রহমান চৌধুরী বলেন, সরকার দেশের গ্রামীণ অর্থনীতিকে উন্নত করতে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে। আশা করছি এই কোর্সের মাধ্যমে বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি আরো মজবুত হয়ে উঠবে।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আকতার। এতে সভাপতিত্ব করেন নীলফামারী যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল ফারুক, উপ-পরিচালক আব্দুল ফারুক জানান ১৫ দিনব্যাপী এই প্রশিক্ষণ কোর্সে প্রতিব্যাচে ২৫জন অংশগ্রহণ করতে পারবেন। এই কোর্সের মাধ্যমে গাভী পালন নানা বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে। উদ্বোধনী ব্যাচেও ২৫ জন যুবক-যুবতী প্রশিক্ষণ নেওয়ার জন্য ভর্তি হয়েছে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর