রায়হান হত্যা: দুই দফা রিমান্ড শেষে কারাগারে কনস্টেবল টিটু

সিলেট নগরে ফাঁড়িতে পুলিশের নির্যাতনে রায়হান হত্যা মামলায় দ্বিতীয় দফায় ৩ দিনের রিমান্ড শেষে ওই ফাঁড়ির বরখাস্ত কনস্টেবল টিটু চন্দ্র দাসকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আজ বুধবার (২৮ অক্টোবর) দুপুরে সিলেটের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জিয়াদুর রহমানের আদালতে তাকে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক মাহিদুল ইসলাম। আদালতে টিটু চন্দ্র দাস স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে অপারগতা প্রকাশ করলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

সিলেট মহানগর পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (প্রসিকিউশন) অমূল্য ভূষণ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, গত ২০ অক্টোবর দুপুরে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির কনস্টেবল টিটু চন্দ্র দাসকে সিলেট পুলিশ লাইন্স থেকে গ্রেফতার করে পিবিআই। ওই দিনই তাকে আদালতের মাধ্যমে ৫দিনের রিমান্ডে নেয়া হয়। পাঁচদিনের রিমান্ড শেষে গত ২৫ অক্টোবর তাকে আদালতে হাজির করা হয়। তখন কনস্টেবল টিটু ওই ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে অস্বীকৃতি জানান।

পরে তাকে ওইদিনই দ্বিতীয় দফায় আরও ৩ দিনের রিমান্ডে নেয় পিবিআই। দ্বিতীয় দফায় তিনদিনের রিমান্ড শেষে বুধবার তাকে আদালতে হাজির করা হলে আবারও টিটু স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে অস্বীকৃতি জানান। পরে অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জিয়াদুর রহমান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আলোচিত এই মামলায় বন্দরবাজার পুলিশ ফাঁড়ির বরখাস্ত আরেক কনস্টেবল হারুনুর রশীদকে গত ২৪ অক্টোবর ৫দিনের রিমান্ডে নেয় পিবিআই। হারুনুর রশীদ বর্তমানে রিমান্ডে রয়েছেন। আগামীকাল বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রিমান্ড শেষে হারুনকে আদালতে তোলার কথা রয়েছে।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর