শরণখোলায় উপকূলবর্তী সামুদ্রিক টেকসই মৎস্য প্রকল্পের কর্মশালা

বাগেরহাটের শরণখোলায় উপকূলবর্তী সামুদ্রিক টেকসই মৎস্য প্রকল্প বাস্তবায়নে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন(এসডিএফ) এ কর্মশালার আয়োজন করে।

শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মৎস্য অধিদপ্তর খুলনার উপ-পরিচালক নারায়ন চন্দ্র মন্ডল। বিশেষ অতিথির বক্তৃতা করেন, শরণখোলার নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মোঃ রায়হান উদ্দিন শান্ত, উপ-প্রকল্প পরিচালক এসসিএমএফপি মৎস্য অধিদপ্তর খুলনার সরোজ কুমার মিস্ত্রী, আঞ্চলিক সমন্বয়কারী এসসিএমএফপি কম্পোনেন্ট-৩ মৎস্য অধিদপ্তর খুলনার আব্দুল বারী আনসারী।

প্রকল্প সংশ্লিষ্টিরা জানান, উপকূলবর্তী সামুদ্রিক টেকসই মৎস্য প্রকল্পের মাধ্যমে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নে মৎস্য অধিদপ্তর, কম্পোনেন্ট-৩, সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন যৌথভাবে কাজ করছে। এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এলাকার অতিদরিদ্র ও দরিদ্র মৎস্যজীবী কমিউনিটি সদস্যদের অংশগ্রহনের ভিত্তিতে বিকল্প আয়ের মাধ্যমে জীবনমানের টেকসই উন্নয়ন নিশ্চি করা। এছাড়া মৎস্যজীবী সম্প্রদায়ের জীবনমান উন্নয়নের মাধ্যমে দারিদ্র বিমোচন,পরিবেশ সুরক্ষিত রেখে উপকূলীয় এবং সামদ্রিক মৎস্যজীবীদের অবদান বৃদ্ধি করা হবে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর