ওসি প্রদীপের সহযোগী কনস্টেবল রুবেল ফের ৫ দিনের রিমান্ডে

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশের অন্যতম সহযোগী কনস্টেবল রুবেল শর্মার ফের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বুধবার (২৮ অক্টোবর) দুপুর ১টার দিকে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪ (টেকনাফ) এর বিচারক তামান্না ফারাহ তার পুনরায় রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্ত কর্মকর্তা কর্তৃক আটদিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে দ্বিতীয় দফায় রুবেল শর্মার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

সিনহা হত্যা মামলার তদন্ত কর্মকর্তা র‍্যাব-১৫ এর সহকারী পুলিশ খায়রুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘সাতদিনের রিমান্ড নেয়া হয়েছিল রুবেল শর্মাকে। রিমান্ডে তার কাছ থেকে সিনহা হত্যা সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। আরও কিছু তথ্যের জন্য তার আরও রিমান্ড প্রয়োজন। তাই পুনরায় আটদিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। আদালত দ্বিতীয় দফায় তার আরও পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।’

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর