আবরার হত্যা: বুয়েট ছাত্রকল্যাণ পরিচালকের সাক্ষ্য

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় আদালতে সাক্ষ্য দিয়েছেন বুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক ড. মো. মিজানুর রহমান। এনিয়ে মামলায় মোট ৬০ জন সাক্ষীর মধ্যে ১৮ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হলো।

বুধবার (২৮ অক্টোবর) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালতে সাক্ষ্য দেন তিনি।

এর আগে, কারাগার আটক ২২ আসামিকে আদালতে হাজির করা হয়। এর পর তাদের উপস্থিতিতে শুরু হয় সাক্ষ্যগ্রহণ। এর পর সাক্ষী মিজানুরের জবানবন্দি শেষ হলে আসামিপক্ষের আইনজীবীরা তাঁকে জেরা করেন। এসময় আদালত পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২ নভেম্বর দিন ধার্য করেন।

এদিকে গত ৫ অক্টোবর এ মামলার বাদী ও আবরারের বাবা বরকতুল্লাহর আদালতে সাক্ষ্য দেন। এর মধ্য দিয়ে এ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।

এর আগে, গত ১৫ সেপ্টেম্বর এ মামলার অভিযোগ গঠন করেন আদালত। পরে গত ১৩ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক ওয়াহিদুজ্জামান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র জমা দেন। অভিযোগপত্রে ২৫ আসামিকে অভিযুক্ত করেন।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর