কার্ডিপে বৃষ্টি ঝড়, ব্রিস্টলে চলছে গেইল ঝড়

দুয়ারে কড়া নাড়ছে বিশ্বকাপ। দলগুলো প্রস্তুতি ম্যাচ খেলে নিজেদের ঝালিয়ে নিচ্ছে মূল লড়াইয়ের জন্য। ক্রিকেটপ্রেমীরা মুখিয়ে নিজ নিজ দেশের সাফল্যের জন্য। কার্ডিফে পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ বৃষ্টির কারণে পণ্ড হলেও মঙ্গলবার (২৮ মে) সেই কার্ডিপে ভারতের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় প্রস্তুতিমূলক ম্যাচে মাঠে নেমেছে।তবে ২ বল গড়ানোর পর ফের বৃষ্টির হানা।ফলে মাঠ ছেড়ে প্যাভিলিয়নে ফিরেন মাশরাফি কোহলিরা।কার্ডিপে বৃষ্টির ঝড় বইলেও ব্রিস্টলে বসছে গেইল ঝড়।

নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে টস হেরে কিউই ক্যাপ্টেনের ডাকে ব্যাটিংয়ে নেমেছে ওয়েস্ট ইন্ডিজ।এভিন লুইসকে সঙ্গে নিয়ে ইনিংসের গোড়া পত্তন করেন ক্রিস গেইল।

শুরু থেকে কিউই বোলারদের বুকের দুকপুকানি বাড়িয়ে দেন গেইল।তবে স্বাভাবিকভাবে ব্যাটিং চালাচ্ছেন লুইস।২২ বলে ৩৬ রান অপরাজি আছেন গেইল।আর ২৪ বলে ২০ রান ব্যাটিং করছেন লুইস।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর