রাজধানীতে ছুরিকাঘাতে কারখানার শ্রমিকের মৃত্যু

রাজধানীর চকবাজারে একটি প্লাস্টিক কারখানার সামনে দুর্বৃত্তের ছুরিকাঘাতে একজনের মৃত্যু হয়েছে। তার নাম ইলিয়াস হোসেন (২৪)। তিনি খাজেদেওয়ান লেন কারখানার শ্রমিক। এ সময় সেলিম নামের আরও একজন আহত হয়েছে।

গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
নিহত ইলিয়াসের বাড়ি মাগুড়া সদরের ঘোড়ানাথ গ্রামে। তার বাবার নাম গোলাম নবী।

মৃতের চাচাতো ভাই আয়ুব আলী বলেন, ‘রাত আটটার দিকে ৩৮/২ খাজেদেওয়ান এলাকার আলী আহম্মদ প্লাস্টিক কারখানার কাজ শেষে ইলিয়াস কর্মস্থল ত্যাগ করার সময় কারখানায় অজ্ঞতনামা তিনজন দুর্বৃত্তকারী কারখানার ভেতরে ঢুকে পড়ে। এ সময় দুর্বৃত্তরা ইলিয়াসকে বুকে ও হাতে এবং সেলিম নামের আরেকজনকে বাম হাতে ও বাম রানে ছুরিকাঘাত করে। রক্তাক্ত অবস্থায় দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক ইলিয়াসকে চিকিৎক মৃত ঘোষণা করেন। আহত সেলিম চিকিৎসাধীন রয়েছেন।’

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, ‘মৃতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।’

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর