বরখাস্ত হলেন বিএনপি সমর্থিত দুপচাঁচিয়া পৌর মেয়র জাহাঙ্গীর

বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভার বিএনপি সমর্থিত মেয়র জাহাঙ্গীর আলমকে দুর্নীতির দায়ে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ২০০৭ সালে তার বিরুদ্ধে করা দুর্নীতির মামলা এবং ২০০৯ সালের সন্ত্রাস বিরোধ আইনে করা মামলার অভিযোগপত্র আদালত আমলে নেয়ার পর স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এর আগে, মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে হাইকোর্টের ভুয়া আদেশ দাখিল করে দুর্নীতির মামলাটি প্রায় দশ বছর স্থগিত করে রাখার অভিযোগ ওঠে। এ বিষয়ে আইনি প্রক্রিয়ায় মোকাবিলা করবেন বলে জানিয়েছেন মেয়র জাহাঙ্গীর।

২০০৩ এবং পরবর্তী নির্বাচনে পরপর দু’বার দুপচাঁচিয়া পৌরসভার মেয়র নির্বাচিত হন বিএনপি নেতা জাহাঙ্গীর আলম। ২০০৭ সালে মেয়র থাকাকালীন জাহাঙ্গীর এবং পৌরসভার সচিব কার্তিক চন্দ্র দাসের বিরুদ্ধে ওঠে দুর্নীতির অভিযোগ। জেলা প্রশাসনের তদন্ত প্রতিবেদনের পর পৌরসভার ১৩ লক্ষাধিক টাকা আত্মসাতের মামলা হয় তাদের বিরুদ্ধে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর