অবশেষে গা বাঁচিয়ে নবীকে অপমানের প্রতিবাদ জানাল সৌদি আরব

বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-কে ব্যঙ্গ করায় ফ্রান্সের নাম উল্লেখ না করেই দায়সারা প্রতিবাদ জানিয়েছে সৌদি আরব। মঙ্গলবার সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই প্রতিবাদ জানায়।

বিবৃতিতে তারা জানায়, মহানবী হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহী ওয়া সাল্লামকে নিয়ে আপত্তিজনক কার্টুন প্রকাশ কিংবা সন্ত্রাসের সঙ্গে ইসলামকে জড়ানোর যে কোনও উদ্যোগের নিন্দা জানাচ্ছে রিয়াদ। কিন্তু সেই বিবৃতিতে অপরাধী কে, তা বিবেচনা না করতে বলা হয়েছে।

প্রকাশিত বিবৃতিতে প্রতিবাদ জানানোতে বাড়াবাড়ি না করার আহ্বান জানিয়েছে তারা। পাশাপাশি দেয়া হয়নি অন্যান্য মুসলিম দেশের মতো করে সৌদি আরবের পক্ষ থেকে ফরাসি পণ্য বর্জনের ডাকও

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর