বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে থাকা ফ্রান্সের নাগরিকরা সতর্ক অবস্থানে

মহানবী (সা.)-কে নিয়ে ব্যঙ্গ করায় বিশ্বজুড়ে সৃষ্ট বিক্ষোভের কারণে বিভিন্ন মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে অবস্থান করা নিজ দেশের নাগরিকদের সতর্ক থাকার জন্য বিশেষ বার্তা প্রকাশ করেছে সরকার।

আজ (মঙ্গলবার) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো বার্তায় ইন্দোনেশিয়া, বাংলাদেশ, ইরাক ও মৌরিতানিয়ায় বাস করা ফরাসি নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। একই সাথে নির্দেশ দেয়া হয়েছে সকল ধরণের গণজমায়েত এড়িয়ে চলারও।

এর আগে গত বুধবার খুন হওয়া ফরাসি শিক্ষক স্যামুয়েল প্যাটিকে সম্মান জানাতে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ বলেন, ইসলাম ধর্ম ও বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন বন্ধ করা হবে না। এর পরই ফ্রান্সের মুসলিমরা ম্যাক্রোঁর বিরুদ্ধে অভিযোগ তোলেন, তাঁদের ধর্মকে দমন করা ও ইসলামফোবিয়াকে বৈধতা দিতে চেষ্টা করছেন তিনি।

ম্যাক্রোঁর এমন একঘুয়ে মন্তব্যের পর বেশ কয়েকটি মুসলিমদেশ নিন্দা জানানো পাশপাশি ডাক দেয় ফ্রান্সের পণ্য বয়কটের।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর