বিয়ের পর অল্পবয়সী কিশোরীর মৃত্যু, মামলা নিচ্ছে না পুলিশ

টাঙ্গাইলের বাসাইলে নুরনাহার (১৪) নামের অষ্টম শ্রেণিতে পড়ুয়া সেই কিশোরীর বিয়ের ৩৪ দিনের মাথায় মৃত্যুর ঘটনায় এখনও পুলিশ মামলা নেয়নি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীর পরিবার।

জানা যায়, কিশোরীর মৃত্যুর পরপরই পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নেওয়া হয়। কিন্তু ২ দিন পার হয়ে গেলেও মামলা নেয়নি পরিবার। ইতোমধ্যে নিহত কিশোরী নুরনাহারে স্বামীর বাড়ির পক্ষ থেকে গ্রাম্য সালিশে উক্ত বিষয়টি মীমাংসার প্রস্তাব দেয়া হয়েছে।

তবে এ বিষয়ে বাসাইল থানার ওসি হারুনুর রশিদ বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন পেতে একটু বিলম্ব হচ্ছে। প্রতিবেদন পেলে কিশোরীর মৃত্যুর সঠিক কারণ জেনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, গত রোববার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিতসাধীন অবস্থায় মারা যান নুর নাহার। এর ৩৪ দিন আগে উপজেলার ফুলকি পশ্চিম পাড়ার প্রবাস ফেরত রাজিবের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই গোপণাঙ্গ থেকে নুরনাহারের রক্তক্ষরণ হচ্ছিল।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর