দিল্লির সামনে পাহাড়সম টার্গেট

প্লে-অফের আশা বাঁচিয়ে রাখতে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে জয়ের বিকল্প নেই সানরাইজার্স হায়দরাবাদের সামনে। বলা যায় বাঁচা-মরার লড়াই। এমন গুরুত্বপূর্ণ ম্যাচেই জ্বলে উঠলেন হায়দরাবাদের ব্যাটসম্যানরা।

টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই দিল্লি বোলারদের উপর চওড়া হয় হায়দরাবাদ। ওয়ার্নার-ঋদ্ধিমান ৫৮ বলে গড়েন ১০৭ রানের ঝড়ো এক জুটি। দশম ওভারে এসে রবিচন্দ্রন অশ্বিনের বলে মাঠ ছাড়েন ওয়ার্নার।

দ্রুত রান তুলছিলেন ঋদ্ধিমানও, সেঞ্চুরির কাছে গিয়ে বিদায় নেন এই উইকেটকিপার ব্যাটসম্যান। শেষ পর্যন্ত ১৫তম ওভারে এসে অ্যানরিচ নর্টজের শিকার হন তিনি। ৪২ বলে ১২ চার আর ২ ছক্কায় উইকেটরক্ষক এই ব্যাটসম্যান করেন ৮৭ রান। দলের রান তখন ২ উইকেটে ১৭০।

শেষ দিকে মনিশ পান্ডের ৩১ বলে ৪৪ আর কেন উইলিয়ামসনের ১০ বলে ১১ রানে ভর করে ২১৯ রানে থামে সানরাইজার্স হায়দরাবাদ।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর