আ.লীগ সমর্থিত দুই চেয়ারম্যানের সংঘর্ষে পৌর মেয়রসহ আহত ১২

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত উপজেলা ভাইস চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সংঘর্ষে পৌর মেয়রসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। আজ (মঙ্গলবার) বিকালে শিবগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

জানা যায়, মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের মাসিক সাধারণ সভায় উন্ন্যন কর্মসূচীর ভাগ বাটোয়ারে নিয়ে স্থানীয় সাংসদ ডা. সামিল উদ্দিন আহম্মেদ শিমুলের সাথে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলার মনকষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা শাহাদত হোসেন খুররুমের তর্ক হয়।

তখন তীব্র উত্তেজনা চলাকালে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া ও নয়ালাভাঙা ইউনিয়নের চেয়ারম্যান আশরাফ আলী ঝগড়ায় লিপ্ত হন। তখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মির্জা শাহাদত হোসেন খুররম সভা থেকে বের হয়ে গেলে উপজেলা পরিষদ চত্তরেই ছাত্রলীগ নেতা শামীমকে মারধর করেন প্রতিপক্ষের লোকজন।

তারই জেরে দু’পক্ষ লিপ্ত হয়ে যায় তুমুল সংঘর্ষে। তখন শিবগঞ্জ পৌরসভার মেয়র পৌর মেয়র কারিবুল হক রাজিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ দুই পক্ষের অন্তত ১২ জন আহত হয়। আহতদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

এ বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোছাইন জানান, উন্নয়ন মাসিক সমন্বয় সভাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে কয়েকজন আহত হলেও বড় ধরনের কোন সংঘর্ষের ঘটনা ঘটেনি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর