‘চলন্ত ট্রেনে ঢিল ছুড়বেন না’ , সীতাকুণ্ড পুলিশের প্রচারনা

চলন্ত ট্রেনে ঢিল ছুড়ে মারার মতো ঝুঁকিপূর্ণ কাজ না করার জন্য সীতাকুণ্ড থানা-পুলিশ সোমবার সকাল থেকে উপজেলার সীতাকুণ্ড স্টেশন, কুমিরা, ভাটিয়ারি, ফৌজদারহাট স্টেশন ও আশপাশের বস্তি এলাকায় লোকজনকে সচেতন করতে হ্যান্ড মাইকিংয়ে প্রচারনা চালিয়েছে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলওয়ার হোসেন বলেন, ঈদ উপলক্ষে উপজেলার বিভিন্ন স্থান থেকে অনেক মানুষ তাদের গ্রামের বাড়ি যাবেন। তারা যেন ঝুঁকি নিয়ে ছাদে বসে না যায়। এ ছাড়া অতিরিক্ত যাত্রী যাবে ট্রেনে, কিন্তু রেললাইন সংলগ্ন বসবাসকারী ছেলেরা নিছক খেলার ছলে ট্রেনে পাথর ছুড়লে যাত্রীরা হতাহত হন। সে জন্য তারা জনগণকে সচেতন করার চেষ্টা করেছেন। কেউ যদি চলন্ত ট্রেনে পাথর ছোড়ার মতো ধ্বংসাত্মক কাজ করে তাহলে পুলিশকে সঙ্গে সঙ্গে জানানোর আহ্বান জানানো হয়েছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর