রিয়াজুদ্দিন বাজারে আলুর আড়তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

চট্টগ্রামের বৃহত্তর ভোগ্য পণ্য ও কাঁচাবাজার রিয়াজুদ্দিন বাজারে আলুর আড়তে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রিয়াজুদ্দিন বাজারের আলুর আড়তে অভিযান চালিয়ে বেশি দামে আলু বিক্রির দায়ে ১০ আড়তদারকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুকের নেতৃত্বে পরিচালিত অভিযানে নগরের রিয়াজুদ্দিন বাজারে আলুর আড়তে অভিযান চালিয়ে বেশি দামে আলু বিক্রি করায় ১০ আড়তদারকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে সহায়তা করেন স্থানীয় থানা পুলিশ।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর